Thursday, January 24, 2019

প্রতিশোধক ছাড়া বর্ষায় বান্দরবান গেলে মৃত্যু হতে পারে!


একাত্তর টিভির এই সাংবাদিক কিছুদিন আগে থানচির খাদ্য সংকট নিয়ে রিপোর্ট করতে বড় মোদক গেছিলো। ফিরে এসে কালকে সেরিব্রাল ম্যালেরিয়ায় মারা গেছে। গত বছরও আমাদের দুইটা ভাই বান্দরবান থেকে এসে মারা গেছে। প্রতি বছর কেউ না কেউ মারা যাচ্ছে। জ্বর হওয়ার ৩৬ ঘন্টার ভিতরই মারা যাচ্ছে।

বর্ষায় প্রতিশোধক ছাড়া কেউ বান্দরবান যাবেন না। বিভিন্ন ওষুধ আছে, যাওয়ার দুইদিন আগে থেকে খাওয়া শুরু করতে হবে। কোর্স কমপ্লিট করতে হবে। শরীরের অংশ যদ্দুর সম্ভব ঢেকে রাখেন। ফুল হাতার জামাকাপড় ভালো। ওডোমাস জাতীয় লোশন চারঘন্টা পরপর শরীরের খোলা জায়গায় মাখবেন। মশারি ছাড়া ঘুমাববেন না। তাঁবু হলে মশা চেক করেন ভালোমতো। বর্ষায় বান্দরবান মানে অনেক বেশি সতর্কতা। মশার কামড়ে মরে যাওয়াটা কাজের কথা না।

কেউ বলতে পারেন পাহাড়িরা কী সেরিব্রাল ম্যালেরিয়ায় মারা যায়না? হুঁ তারাও যায়। তবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। খাদ্যাভ্যাস, জিনগত ব্যাপার, সব মিলায়ে তাদের এন্টিবডি আমাদের চেয়ে ডেভলপড থাকে।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment