Friday, February 8, 2019

শিক্ষাসফর এবং ভ্রমণে গিয়ে সচেতন হোন; মারাত্মক এক ঝুঁকি পাহাড় ধস!


সম্প্রতি হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকার খাড়া ঝরনায় (রংধনু ঝরনা) গোসলের সময় পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। তাঁর নাম সাব্বির আলম রিদুয়ান।

কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিমছড়ি পাহাড়ের খাড়া ঝরনা স্পটটি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আওতাধীন।

সেসময় সাগরের নিম্নচাপ থাকায় কক্সবাজারে দুই দিন ধরে টানা ভারী বর্ষণ চলছিল। সে কারণে শহরের বিভিন্ন পাহাড়ে ফাটল ধরেছিল। ফাটলের কারণে হিমছড়ি পাহাড়ের একটি অংশ ধসে হতাহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সেদিন বিকেল চারটার দিকে সাব্বিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় ঝরনা দেখতে যান। একপর্যায়ে তাঁরা হিমছড়ির খাড়া ঝরনায় গোসল করতে নামেন। এ সময় প্রায় ১০০ ফুট উঁচু থেকে আকস্মিকভাবে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে সাব্বির মাটিচাপা পড়েন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment