Monday, February 11, 2019

ঢাকা-চট্টগ্রাম রোডের তাজমহল হোটেল হতে সাবধান!


আমরা যারা ঢাকা-চট্টগ্রাম রোডে যাতায়াত করি, তাদের চলার পথে কুমিল্লায় "হোটেল তাজমহল " নিশ্চয়ই চোখে পড়েছে? সাবধান! সেখানে ঢুকবেন না। ব্যবসার নামে সাইনবোর্ড ঝুলিয়ে বিনা অস্ত্রে ছিনতাই করছে কিছু ধড়িবাজ যুবকদের হোটেল বয় বানিয়ে। এসব হোটেলগুলোতে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। আমার অনেক বন্ধু আছে কুমিল্লায়। তাদের কাছে অনুরোধ করবো, আপনারা ফেসবুকের মাধ্যমে সকল মহলকে সতর্ক করে দিন আর প্রশাসনকে জানান ।
সকলের প্রশ্ন তারা কি করেছে? চলার পথে ঢুকলাম। একজন এসে বলে, 'স্যার নিচে ভাল না, উপরে যান'। উপরে গেলাম। ক্ষুধার্ত ভদ্রলোক, অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ। যথারীতি বিল চাইলাম। খেয়াল করলাম বয় ছেলেটি ক্যাশের লোকটিকে বলছে বিলটি বাড়িয়ে রাউন্ড ফিগার করে দিতে। লোকটি বলছে, 'চুপ ভদ্র লোক খেয়াল করছে'। মানে আমাকেও সে নজরে রাখছে । বিল হাতে নিয়ে তো আমি অবাক! এক ডিস সাদা ভাতের দাম তিনশত বিশ টাকা । বাকিটা আর নাইবা লিখি। কথা কাটাকাটির এক পর্যায়ে মান সম্মানের ভয়ে ফুল পেমেন্ট করলাম। আশা করবো কুমিল্লাবাসী ও প্রশাসন হোটেলগুলোর উপর একটু নজরদারী বাড়াবেন । অন্যকেউ যেন হেস্তনেস্ত না হয়।
বিঃদ্রঃ খাবার অর্ডার করার পূর্বে খাবারের দাম এবং মেনুকার্ড দেখে অর্ডার দিন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment